75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat মক্কায় অবতীর্ণ - Ayah 40

Quraan Shareef

75) সূরা আল ক্বেয়ামাহ - Surah Al-Qiyamat! মক্কায় অবতীর্ণ - Ayah 40

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِۙ(1.)

উচ্চারণঃ লাউকছিমুবিইয়াওমিল কিয়া-মাহ ।

অর্থ: আমি শপথ করি কেয়ামত দিবসের,


وَ لَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ(2.)

উচ্চারণঃ ওয়ালাউকছিমুবিন্নাফছিল লাওওয়া-মাহ।

অর্থ: আরও শপথ করি সেই মনের!, যে নিজেকে ধিক্কার দেয়-,

اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ(3,)

উচ্চারণঃ আ ইয়াহছাবুল ইনছা-নুআল্লান নাজমা‘আ ‘ইজা-মাহ।

অর্থ: মানুষ কি মনে করে যে আমি তার! অস্থিসমূহ একত্রিত করব না?,


بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤى اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ(4,)

উচ্চারণঃ বালা-কা-দিরীনা ‘আলাআন নুছাওবিয়া বানা-নাহ।

অর্থ: পরন্ত আমি তার অংগুলিগুলো! পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম,।


بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗۚ(5.)

উচ্চারণঃ বাল ইউরীদুল ইনছা-নুলিইয়াফজুরা আমা-মাহ।

অর্থ: বরং মানুষ তার ভবিষ্যত! জীবনেও ধৃষ্টতা করতে চায়,


یَسْــٴَـلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِؕ(6,)

উচ্চারণঃ ইয়াছআলুআইইয়া-না ইয়াওমুল কিয়া-মাহ।

অর্থ: সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?


فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ(7,)

উচ্চারণঃ ফাইযা-বারিকাল বাসার।

অর্থ: যখন দৃষ্টি চমকে যাবে,


وَ خَسَفَ الْقَمَرُۙ(8,

উচ্চারণঃ ওয়া খাছাফাল কামার।

অর্থ: চন্দ্র জ্যোতিহীন হয়ে ।


وَ جُمِعَ الشَّمْسُ وَ الْقَمَرُۙ(9,)

উচ্চারণঃ ওয়া জুমি‘আশশামছুওয়াল কামার।

অর্থ: এবং সূর্য ও চন্দ্রকে. একত্রিত করা হবে-,


یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىٕذٍ اَیْنَ الْمَفَرُّۚ(10,)

উচ্চারণঃ ইয়াকূ লুল ইনছা-নুইয়াওমাইযিন আইনাল মাফার।

অর্থ: সে দিন মানুষ বলবেঃ পলায়নের! জায়গা কোথায় ?,

كَلَّا لَا وَزَرَؕ(11,)

উচ্চারণঃ কাল্লা-লা- ওয়াঝার।

অর্থ: না কোথাও আশ্রয়স্থল নেই।


اِلٰى رَبِّكَ یَوْمَىٕذِ ﹰالْمُسْتَقَرُّؕ(12,)

উচ্চারণঃ ইলা-রাব্বিকা ইয়াওমাইযিনিল মুছতাকার।

অর্থ: আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।


یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىٕذٍۭ بِمَا قَدَّمَ وَ اَخَّرَؕ(13,)

উচ্চারণঃ ইউনাব্বাউল ইনছা-নুইয়াওমাইযিম বিমা-কাদ্দামা ওয়া আখখার।

অর্থ: সেদিন মানুষকে অবহিত করা! হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে, ছেড়ে দিয়েছে।


بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِیْرَةٌۙ(14,)

উচ্চারণঃ বালিল ইনছা-নু‘আলা- নাফছিহী বাসীরাহ।

অর্থ: বরং মানুষ নিজেই তার নিজের! সম্পর্কে চক্ষুমান।,


وَّ لَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗؕ(15,)

উচ্চারণঃ ওয়া লাও আলকা- মা‘আ-যীরাহ।

অর্থ: যদিও সে তার অজুহাত পেশ!! করতে চাইবে।,


لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ(16,)

উচ্চারণঃ লা-তুহাররিক বিহী লিছা-নাকা লিতা‘জালা বিহ।

অর্থ: তাড়াতাড়ি শিখে নেয়ার. জন্যে আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না।,


اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَ قُرْاٰنَهٗۚۖ(17,)

উচ্চারণঃ ইন্না ‘আলাইনা-জাম‘আহূওয়া কুরআ-নাহ ।

অর্থ: এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।


فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِـعْ قُرْاٰنَهٗۚ(18,)

উচ্চারণঃ ফাইযা- কারা’না-হু ফাত্তাবি‘ কুরআ-নাহ।
অর্থ: অতঃপর আমি যখন তা পাঠ করি!, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।,

ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗؕ(19,)

উচ্চারণঃ ছু ম্মা ইন্না ‘আলাইনা-বায়া-নাহ।

অর্থ: এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।


كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَۙ(20)

উচ্চারণঃ কাল্লা-বাল তুহিববূনাল ‘আ-জিলাহ।

অর্থ: কখনও না., বরং তোমরা পার্থিব! জীবনকে ভালবাস


وَ تَذَرُوْنَ الْاٰخِرَةَؕ(21.)

উচ্চারণঃ ওয়া তাযারূনাল আ-খিরাহ।

অর্থ: এবং পরকালকে উপেক্ষা কর।


وُجُوْهٌ یَّوْمَىٕذٍ نَّاضِرَةٌۙ(22.)

উচ্চারণঃ উজূহুইঁ ইয়াওমাইযিন না- দিরাহ।

অর্থ: সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।


اِلٰى رَبِّهَا نَاظِرَةٌۚ(23.)

উচ্চারণঃ ইলা-রাব্বিহা-না-জিরাহ।

অর্থ: তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।


وَ وُجُوْهٌ یَّوْمَىٕذٍۭ بَاسِرَةٌۙ(24.)

উচ্চারণঃ ওয়া উজূহুইঁ ইয়াওমাইযিম বা-ছিরাহ।

অর্থ: আর অনেক মুখমন্ডল সেদিন! উদাস হয়ে পড়বে।,


تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌؕ(25.)

উচ্চারণঃ তাজুন্নুআইঁ ইউফ‘আলা বিহা-ফা-কিরাহ।

অর্থ: তারা ধারণা করবে যে!, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।,


كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَۙ(26.)

উচ্চারণঃ কাল্লাইযা-বালাগাতিত্তারা-কী।

অর্থ: কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।


وَ قِیْلَ مَنْٚ-رَاقٍۙ(27.)

উচ্চারণঃ ওয়া কীলা মান রা-ক।

অর্থ: এবং বলা হবে, কে ঝাড়বে


وَّ ظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ(28.)

উচ্চারণঃ ওয়া জান্না আন্নাহুল ফিরা-ক।

অর্থ: এবং সে মনে করবে যে!, বিদায়ের ক্ষণ এসে গেছে।,


وَ الْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ(29.)

উচ্চারণঃ ওয়াল তাফফাতিছছা-কুবিছছা-ক।

অর্থ: এবং গোছা গোছার সাথে জড়ীত হয়ে যাবে।


اِلٰى رَبِّكَ یَوْمَىٕذِ-ﹰالْمَسَاقُ(30.)

উচ্চারণঃ ইলা-রাব্বিকা ইয়াওমাইযিনিল মাছা-ক।

অর্থ: সেদিন, আপনার পালনকর্তার! নিকট সবকিছু নীত হবে।,


ﮒ فَلَا صَدَّقَ وَ لَا صَلّٰىۙ(31.)

উচ্চারণঃ ফালা- সাদ্দাকা ওয়ালা- সাল্লা- ।

অর্থ: সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;


وَ لٰكِنْ كَذَّبَ وَ تَوَلّٰىۙ(32.)

উচ্চারণঃ ওয়া লা- কিন কাযযাবা ওয়া তাওয়াল্লা-

অর্থ: পরন্ত মিথ্যারোপ করেছে! ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।


ثُمَّ ذَهَبَ اِلٰۤى اَهْلِهٖ یَتَمَطّٰىؕ(33.)

উচ্চারণঃ ছু ম্মা যাহাবা ইলাআহলিহী ইয়াতামাত্তা-

অর্থ: অতঃপর সে দম্ভভরে পরিবার!-পরিজনের নিকট ফিরে গিয়েছে।,


اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ(34.)

উচ্চারণঃ আওলা-লাকা ফাআওলা- ।

অর্থ: তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।


ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىؕ(35.)

উচ্চারণঃ ছু ম্মা আওলা- লাকা ফাআওলা- ।

অর্থ: অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।


اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًىؕ(36.)

উচ্চারণঃ আ ইয়াহছাবুল ইনছা-নুআইঁ ইউতরাকা ছুদা- ।

অর্থ: মানুষ কি মনে করে যে!, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?


اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰىۙ(37.)

উচ্চারণঃ আলাম ইয়াকুনুতফাতাম মিম মানিইয়িইঁ ইউমনা- ।

অর্থ: সে কি স্খলিত বীর্য. ছিল না?,


ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ(38.)

উচ্চারণঃ ছু ম্মা কা-না ‘আলাকাতান ফাখালাকা ফাছাওয়া-।

অর্থ: অতঃপর সে ছিল রক্তপিন্ড!, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন! এবং সুবিন্যস্ত করেছেন।


فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَ الْاُنْثٰىؕ(39.)

উচ্চারণঃ ফাজা‘আলা মিনহুঝঝাওজাইনিযযাকারা ওয়াল উনছা-

অর্থ: অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন! যুগল নর ও নারী।


اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤى اَنْ یُّحْیِﰯ الْمَوْتٰى۠(40.) 

উচ্চারণঃ আলাইছা যা- লিকা বিকা!-দিরিন ‘আলাআইঁ ইউ হইয়াল মাওতা- ।

অর্থ: তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জিবিত করতে সক্ষম নন?,

Post a Comment

নবীনতর পূর্বতন