Quraan Shareef
109. সূরা কাফিরুন - Surah Al-Kafirun! মক্কায় অবতীর্ণ - Ayah 6
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
قُلْ یٰۤاَیُّهَا الْكٰفِرُوْنَۙ(1,)
উচ্চারণঃ কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।
অর্থ: বলুন, হে কাফেরকূল,
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ(2,)
উচ্চারণঃ লাআ‘বুদুমা-তা‘বুদূন।
অর্থ: আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
وَ لَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُۚ(3,)
উচ্চারণঃ ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
অর্থ: এবং তোমরাও এবাদতকারি নও, যার এবাদত আমি করি"
وَ لَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ(4,)
উচ্চারণঃ ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
৪. এবং আমি এবাদতকারি নই, যার এবাদত তোমরা কর"।
وَ لَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُؕ(5,)
উচ্চারণঃ ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
অর্থ: তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
لَكُمْ دِیْنُكُمْ وَ لِیَ دِیْنِ۠(6)
উচ্চারণঃ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
অর্থ: তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম এবং কর্মফল আমার জন্যে"।