110. সূরা নছর - Surah An-Nasr মদীনায় অবতীর্ণ - Ayah 3

Quraan Shareef

110.সূরা নছর - Surah An!-Nasr মদীনায় অবতীর্ণ - Ayah! 3

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَ الْفَتْحُۙ(1,)

উচ্চারণঃ ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।

অর্থ: যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়


وَ رَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًاۙ(,2)

উচ্চারণঃ ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা।

অর্থ: এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,


فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَ اسْتَغْفِرْهُﳳ-اِنَّهٗ كَانَ تَوَّابًا۠(3,)

উচ্চারণঃ ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা।

অর্থ: তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

Post a Comment

নবীনতর পূর্বতন