চিন্তা,পেরেশানি,ঋণ,অলসতা ও কাপুরুষতার দূরীকরন।
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَ اَعُوْذُبِكَ مِنَ الْعَجْزِ وَ الْكَسَلِ وَ اَعُوْذُبِكَ مِنَ الْجُبْنِ وَ الْبُخْلِ وَ اَعُوْذُبِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَ قَهْرِ الرِّجَالِ
উচ্চারণঃআল্লাহুম্মা ইন্নি আউযুবিকা! মিনাল হাম্মি ওয়াল হুযনী ওয়া' আউযুবিকা মিনাল আজযি! ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল' বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিত দাইনী ওয়া কাহরির রিজালি!।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, চিন্তা পেরেশানি থেকে ও আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে, ও আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা! থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা এবং মানুষের ক্ষোভ থেকে!।সুনানু আবী দাঊদ ১৫৫৫
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসুল তাকে বললেন, আবু উমামা! ব্যাপার কী,; নামাজের সময় ছাড়াও তোমাকে মসজীদে বসে থাকতে দেখা যাচ্ছে?! আবু উমামা বললেন,; ইয়া রাসুলাল্লাহ! অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে! রেখেছে।, তখন রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দেব,;যেগুলো বললে আল্লাহ তোমার চিন্তাকে দূর করে দেবেন ও তোমার ঋণগুলো আদায় করে দেবেন।, তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসুলাল্লাহ! অবশ্যই বলুন, তখন রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে উপর্যুক্ত দোয়াটি শিখীয়ে দেন, এবং তা সকাল-সন্ধ্যায় পড়তে বলেন!। আবু উমামা বলেন! আমি রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম! এর এ দোয়াটি পড়তে লাগলাম!। ফলে আল্লাহ আমার চিন্তা দূর করে দিলেন" এবং আমার ঋণগুলোও আদায় করে দীলেন!। ( সুনানু আবী দাঊদ, ১৫৫৫)
Removal of worry, anxiety, debt, laziness and cowardice
Allahumma inni auzubika! Minal Hammi Wal Huzni Wa' Auzubika Minal Azee! Wal kasali wa auzubika minal jubni wal' bukhli wa auzubika min galabatit daini wa kahrir rizali!.
O Allah! I seek refuge in You from worry and I seek refuge in You from incompetence and laziness, and I seek refuge in You from cowardice and stinginess! And I seek refuge with You from the burden of debt and from the wrath of men!.
Sunanu Abi Dawood 1555
Abu Saeed Khudri (ra.) Said, One day Rasulullah Sallallahu Alayhi Wasallam entered Masjid al-Nababi and Ansari saw a man whose name was Abu Umama. Rasul said to him, Abu Umama! What matters; You are seen sitting in the mosque outside of prayer time?! Abu Umama said; Ya Rasulullah! Many debts and worldly cares consume me! Then Rasulullah Sallallahu Alayhi Wasallam said to him, Shall I teach you some words, which Allah will remove your worries and pay off your debts? He said, Yes, O Rasulullah! Say yes, then the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) taught him the above supplication, and asked him to recite it morning and evening! Abu Umama said! I am the Messenger of Allah, peace and blessings be upon him! I started reading this prayer! As a result, Allah removed my worries" and paid off my debts(Sunan Abi Dawud, 1555)