Mizanur rahman azhari new waz 2023

অনেক বছর পর মধুর কন্ঠে ওয়াজ মিজানুর রহমান আজহারী। 

Mizanur Rahman Azhari মিজানুর রহমান আজহারী পরিচয় 


বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জন প্রিয় ধর্মীয় আলোচক হচ্ছেন মিজানুর রহমান আজহারী।

 

মিজানুর রহমান আজহারী ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা

 

মিজানুর রহমান আজহারী ২০০৪ সালে দাখিল (SSC) পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম (HSC) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন।

 

২০০৭ সালে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মত ১ম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি Department of Tafseer & Quranic Science হতে ২০১২ সালে ৮০% সিজিপিএ নিয়ে অনার্স(Honours)উত্তীর্ণ হন।

 

মিশরে ৫ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্টগ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন।

 

২০১৩ সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের Department of Quran and Sunnah Studies থেকে তিনি ২০১৬ সালের মধ্যে পোস্টগ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 out of 4. নিন্দুকদের জেনে রাখা উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেজুড়বৃত্তি করে পরীক্ষায় হায়ার সিজিপিএ অর্জন শুধুমাত্র নিশীথ প্রশ্ন ফাঁসের দেশ বাংলাদেশেই সম্ভব। এম ফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল "Human Embryology in the Holy Quran: A comparative Analysis between Tantawi Jawhari & Zagloul Najjar’s interpretation. তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনিত হন। "Human Behavioural Characteristics in the Holy Quran: An Analytical Study" বিষয়ের উপর তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য তার এমফিল এবং পিএইচডির গবেষণার মাধ্যম ছিল ইংরেজি।

 

এছাড়া ও IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে Ovarall 7.5 out of 9 ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনে ও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন।

 

জন্মঃ ঢাকা, বাংলাদেশ

বাসাঃ ডেমরা, ঢাকা, বাংলাদেশ

গ্রামের বাড়িঃ কুমিল্লা


আরো পরুন......

আল-কুরআন বাংলা অনুবাদ ও অর্থ সহ


ফরজ নামাজের নিয়ম কারণ ( চিত্র সহ )


Post a Comment

নবীনতর পূর্বতন