শির্‌ক কত প্রকার/How many types of shirk

hadithbangla-how-many-types-of-shirk


শির্‌ক দুই প্রকারঃ

(১ম) শ্যামলী শির্‌ক, (২য়) এ’তেকাঁদী শির্‌ক। এ’তেকাঁদী  শির্‌ক এই যে, এক খোদা ব্যতীত অন্য কাহাকেও পূজার যোগ্য মনে করা। আমলী শির্‌ক এই যে, যে কাজ খোদার জন্য খাছ,তাহা   অন্য কারো জন্য করা। যেমন, আল্লাহ  ব্যতীত অন্য কাহারও  কসম খাওয়া, অন্য কারো নামে মান্নত  মানা, অন্য কোন বস্তুু বা ব্যক্তিকে স্বাধীন কর্মকর্তা মান্য করা, যেমন শিল ঠেকাইবার জন্য শিরালি  রাখা, ব্যারাম দূর করিবার জন্য ফকির রাখা, ছুত  লাগিবে বলিয়া কলেরা বা বসন্ত রোগীর সেবা শুশ্রুষাও ত্যাগ করা ইত্যাদি।তা’ যীমের  জন্য কাহাকেও সেজিদা করা, কা’বা শরীফের মত কোন দর্গার তা’যিম করা, কোন দর্গার বকরী, মিঠাই, মুরগি, সোনার চাঁদ, রুপার চাঁদ ইত্যাদি নজরানা দেওয়া, ভেট বা ভোগ দেওয়া, ইত্যাদি। এইরূপ আরো অনেক কাজ আছে, যাহা অন্য জাতির  দেখাদেখি মুসলমানদের মধ্যে আসিয়া পড়িয়াছে। ওলামাদের কাছে শুনিয়া প্রত্যেক মুসলমানেরই সেগুলি তরক করা একান্ত  কর্তব্য

Shirk is of two types: (1st) Shyamli Shirk, (2nd) A'tekandi Shirk. A'tekandi Shirk is the worship of anyone other than God. Amli Shirk is doing work for someone else that you do for God. For example, swearing by someone other than Allah, taking vows in someone else's name, accepting any other object or person as an independent official, such as keeping shirali to prevent shingles, keeping fakir to remove baram, giving up nursing care for cholera or spring patients saying it will be necessary. etcProstration to anyone for Ta'eem, Ta'zeem of any shrine like Ka'ba Sharif, offering goat, sweetmeat, chicken, golden moon, silver moon, etc. to any shrine, giving vet or bhog, etc. There are many other such acts which have come to the Muslims in the sight of other nations. It is the absolute duty of every Muslim to discuss them after listening to the Ulama

আরো পড়ুন....

আল-কুরআন বাংলা অর্থসহ >>>

দৈনিক ফরজ নামাজের নিয়ম (চিত্রসহ)

Post a Comment

নবীনতর পূর্বতন