94. সূরা আল ইনশিরাহ - Surah Al-Sharh মক্কায় অবতীর্ণ - Ayah 8

Quraan Shareef

94. সূরা আল ইনশিরাহ! - Surah Al-Sharh মক্কায় অবতীর্ণ - Ayah 8

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ(1,)

উচ্চারণঃ আলাম নাশরাহলাকা সাদরাক।

অর্থ:আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?


وَ وَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ(2,)

উচ্চারণঃ ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক

অর্থ: আমি লাঘব করেছি আপনার বোঝা,


الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ(3,)

উচ্চারণঃ আল্লাযীআনকাদা জাtহরাক।

অর্থ: যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।


وَ رَفَعْنَا لَكَ ذِكْرَكَؕ(4,)

উচ্চারণঃওয়া রাফা‘না-লাকা যিকরাক।

অর্থ: আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاۙ(5,)

উচ্চারণঃফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
অর্থ: নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاؕ(6,)

উচ্চারণঃ ইন্না মা‘আল ‘উছরি ইউছরা।
অর্থ: নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ(7,)

উচ্চারণঃ ফাইযা-ফারাগতা ফানসাব।
অর্থ: অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

وَ اِلٰى رَبِّكَ فَارْغَبْ۠(8,)
উচ্চারণঃ ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।

অর্থ: বং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন