Quraan Shareef
106. সূরা কোরাইশ - Surah Quraish! মক্কায় অবতীর্ণ - Ayah! 4
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
لِاِیْلٰفِ قُرَیْشٍۙ(1,)
উচ্চারণঃ লিঈলা-ফি কুরাইশ।
অর্থ: কোরাইশের আসক্তির কারণে"
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَ الصَّیْفِۚ(2,)
উচ্চারণঃ ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
অর্থ: আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালিন সফরের।
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِۙ(3,).
উচ্চারণঃ ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।
অর্থ: অতএব তারা যেন এবাদত করে! এই ঘরের পালনকর্তার
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْ عٍ ﳔ وَّ اٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ۠(4,)
উচ্চারণঃ আল্লাযীআতা‘আমাহুম! মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
৪. যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে ু তাদেরকে নিরাপদ করেছেন।