Quraan Shareef
100. সূরা আদিয়াত - Surah Al-Adiyat! মক্কায় অবতীর্ণ - Ayah 11
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
وَ الْعٰدِیٰتِ ضَبْحًاۙ(1,)
উচ্চারণঃ ওয়াল ‘আ-দিয়া-তি দাবহায়
অর্থ: শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
فَالْمُوْرِیٰتِ قَدْحًاۙ(2,)
উচ্চারণঃ ফাল মূরিয়া-তি কাদহা।
অর্থ: অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
فَالْمُغِیْرٰتِ صُبْحًاۙ(3,)
উচ্চারণঃ ফাল মুগীরা-তি সুবহা।
৩. অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ(4,)
উচ্চারণঃ ফাআছারনা বিহী নাক‘আ।
অর্থ: ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ(5,)
উচ্চারণঃ ফাওয়াছাতানা বিহী জাম‘আ।
অর্থ: অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌۚ(6,)
উচ্চারণঃ ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ।
অর্থ: নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
وَ اِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِیْدٌۚ(7,)
উচ্চারণঃ ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ।
অর্থ: এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
وَ اِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌؕ(8,)
উচ্চারণঃ ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ।
অর্থ: এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِۙ(9,)"
উচ্চারণঃ আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর।
অর্থ: সে কি জানে না!, যখন কবরে যা আছে! তা উত্থিত হবে
وَ حُصِّلَ مَا فِی الصُّدُوْرِۙ(10,)
উচ্চারণঃ ওয়া হুসসিলা মা-ফিসসুদূর,
অর্থ: এবং অন্তরে যা আছে!, তা অর্জন করা হবে?
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىٕذٍ لَّخَبِیْرٌ۠(11,)
উচ্চারণঃ ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর।
অর্থ:সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।