83.সূরা আত-তাতফীফ - Surah Al-Mutaffife মক্কায় অবতীর্ণ - Ayah 36

Quraan Shareef

83.সূরা আত-তাতফীফ - Surah Al-Mutaffife মক্কায় অবতীর্ণ - Ayah! 36

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَۙ(1,)

উচ্চারণঃ ওয়াইলুলিললমুতাফফিফীন।

অর্থ: যারা মাপে কম করে!, তাদের জন্যে দুর্ভোগ,

الَّذِیْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ یَسْتَوْفُوْنَ٘ۖ(2,)

উচ্চারণঃ আল্লাযীনা ইয়াকতা-লূ‘আলান্না-ছি ইয়াছতাওফূন।

অর্থ: যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়!, তখন পূর্ণ মাত্রায় নেয়

وَ اِذَا كَالُوْهُمْ اَوْ وَّ زَنُوْهُمْ یُخْسِرُوْنَؕ(3,)

উচ্চারণঃ ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।

অর্থ: এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়!, তখন কম করে দেয়।

اَلَا یَظُنُّ اُولٰٓىٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ(4,)

উচ্চারণঃ আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন।

অর্থ: তারা কি চিন্তা করে না যে!, তারা পুনরুত্থিত হবে।


لِیَوْمٍ عَظِیْمٍۙ(5,)

উচ্চারণঃ লিয়াওমিন ‘আজীমি।

অর্থ: সেই মহাদিবসে!,

یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَؕ(6,)

উচ্চারণঃ ইয়াওমা ইয়াকূমুন্না-ছূলিরাব্বিল ‘আ-লামীন।

অর্থ: যেদিন মানুষ দাড়াবে বিশ্ব পালনকর্তার সামনে"।


كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍؕ(7,)

উচ্চারণঃ কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।

অর্থ: এটা কিছুতেই উচিত নয়!, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

وَ مَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌؕ(8,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মা-ছিজ্জীন।

অর্থ: আপনি জানেন!, সিজ্জীন কি?

كِتٰبٌ مَّرْقُوْمٌؕ(9,)

উচ্চারণঃ কিতা-বুমমারকুম।

অর্থ: এটা লিপিবদ্ধ খাতা।"


وَیْلٌ یَّوْمَىٕذٍ لِّلْمُكَذِّبِیْنَۙ(10,)

উচ্চারণঃ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।

অর্থ: সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের!,

الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِؕ(11,)

উচ্চারণঃ আল্লাযীনা ইউকাযযিবূনা বিইয়াওমিদ্দীন।

অর্থ: যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে!।

وَ مَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍۙ(12,)

উচ্চারণঃ ওয়ামা-ইউকাযযিবুবিহীইল্লা-কুল্লুমু‘তাদিন আছীম।

অর্থ: প্রত্যেক সীমালংঘনকারি পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।


اِذَا تُتْلٰى عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَؕ(13,)

উচ্চারণঃ ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-কা-লা আছা-তীরুল আওওয়ালীন।

অর্থ: তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা! হলে সে বলে, পুরাকালের উপকথা।

كَلَّا بَلْٚ- رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ(14,)

উচ্চারণঃ কাল্লা-বাল রা-না ‘আলা-কুলূবিহিম মা-কা-নূইয়াকছিবূন।

অর্থ: কখনও না, বরং তারা যা করে,! তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىٕذٍ لَّمَحْجُوْبُوْنَؕ(15,)

উচ্চারণঃ কাল্লাইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন।

অর্থ: কখনও না,! তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার ! অন্তরালে থাকবে'।

ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِؕ(16,)

উচ্চারণঃ ছু ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম।

অর্থ: অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে'।

ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ(17,)

উচ্চারণঃ ছু ম্মা ইউকা-লূহা-যাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন।

অর্থ: এরপর বলা হবে,! একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَؕ(18,)

উচ্চারণঃ কাল্লাইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইলিলইঈন।

অর্থ: কখনও না!, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

وَ مَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَؕ(198,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মা-‘ইলিলইয়ূন।

অর্থ: আপনি জানেন ইল্লিয়্যীন কি?

كِتٰبٌ مَّرْقُوْمٌۙ(20,)

উচ্চারণঃ কিতা-বুমমারকূম

অর্থ: এটা লিপিবদ্ধ খাতা!।

یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَۙ(21,)

উচ্চারণঃ ইয়াশহাদুহুল মুকাররাবূন।

অর্থ: আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণন একে প্রত্যক্ষ করে।

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍۙ(22,)

উচ্চারণঃ . ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।

অর্থ: নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে!,

عَلَى الْاَرَآىٕكِ یَنْظُرُوْنَۙ(23,)

উচ্চারণঃ ‘আলাল আরাইকি ইয়ানজু রুন।

অর্থ: সিংহাসনে বসে' অবলোকন করবে।"

تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِۚ(24,)

উচ্চারণঃ তা‘রিফুফী উজূহিহিম নাদরাতান্না‘ঈম।

অর্থ: আপনি তাদের মুখমন্ডলে' স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।"

یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍۙ(25,)

উচ্চারণঃ ইউছকাওনা মির রাহীকিমমাখতূম।

অর্থ: তাদেরকে মোহর করা' বিশুদ্ধ পানীয় পান করানো হবে।"

خِتٰمُهٗ مِسْكٌؕ-وَ فِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَؕ(26,)

উচ্চারণঃ খিতা-মুহূমিছকুওঁ ওয়া ফী যা-লিকা ফালইয়াতানা-ফাছিল মুতানা-ফিছূন।

অর্থ: তার মোহর হবে কস্তুরী!। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।"

وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍۙ(27,)

উচ্চারণঃ ওয়া মিঝা-জুহূমিন তাছনীম।

অর্থ: তার মিশ্রণ হবে তসনীমের পানি।"

عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ(28,)

উচ্চারণঃ আইনাইঁ ইয়াশরাবুবিহাল মুকাররাবূন।

অর্থ: এটা একটা ঝরণা!, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ٘ۖ(29,)

উচ্চারণঃ ইন্নাল্লাযীনা আজরামূকা-নূমিনাল্লাযীনা আ-মানূইয়াদহাকূন।

অর্থ: যারা অপরাধী,! তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

وَ اِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ٘ۖ(30, )

উচ্চারণঃ ওয়া ইযা-মাররূ বিহিম ইতাগা-মাঝূন।

অর্থ: এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন! করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করতো।

وَ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَـكِهِیْنَ٘ۖ(31,)

উচ্চারণঃ ওয়া ইযানকালাবূ-ইলাআহলিহিমুনকালাবূফাকিহীন।

অর্থ: তারা যখন তাদের পরিবার-পরিজনের! কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

وَ اِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَۙ(32,)

উচ্চারণঃ ওয়া ইযা-রাআওহুম কা-লূইন্না হাউলাই লাদাললূন।

অর্থ: আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত,! তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

وَ مَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَؕ(33)

উচ্চারণঃ ওয়ামাউরছিলূ‘আলাইহিম হা-ফিজীন।

অর্থ: অথচ তারা বিশ্বাসীদের! তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

فَالْیَوْمَ الَّذِیْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ یَضْحَكُوْنَۙ(345,)

উচ্চারণঃ ফালইয়াওমাল্লাযীনা আ-মানূমিনাল কুফফা-রি ইয়াদহাকূন।

অর্থ: আজ যারা বিশ্বাসী,! তারা কাফেরদেরকে উপহাস করছে।

عَلَى الْاَرَآىٕكِۙ-یَنْظُرُوْنَؕ(35,)

উচ্চারণঃ আলাল আরাইকি ইয়ানজু রূন।

অর্থ: সিংহাসনে বসে,! তাদেরকে অবলোকন করছে,

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا یَفْعَلُوْنَ۠(36,)

উচ্চারণঃ হাল ছুওব্বিাল কুফফা-রু মা-কা-নূইয়াফ‘আলূন

অর্থ: কাফেররা যা করত,! তার প্রতিফল পেয়েছে তো?

Post a Comment

নবীনতর পূর্বতন