Quraan Shareef
76) সূরা আদ-দাহর - Surah Ad-Dahr মক্কায় অবতীর্ণ - Ayah 31
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু
هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْــٴًـامَّذْكُوْرًا(1,)
উচ্চারণঃ হাল আতা- ‘আলাল ইনছা-নি হীনুম! মিনাদ্দাহরি লাম ইয়াকুন. শাইআম মাযকূরা-।
অর্থ: মানুষের উপর এমন কিছু সময়! অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না.।
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ﳓ نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُسَمِیْعًۢا بَصِیْرًا(2,)
অর্থ: আমি মানুষকে. সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে,! তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ. ও দৃষ্টিশক্তিসম্পন্ন।.
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ-. اِمَّا شَاكِرًا وَّ اِمَّا كَفُوْرًا.(3,)
অর্থ: আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি.। এখন সে হয় কৃতজ্ঞ হয়!, না হয় অকৃতজ্ঞ হয়।
অর্থ: আমি অবিশ্বাসীদের! জন্যে প্রস্তুত রেখেছি শিকল,. বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ-. كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ.(5,)
অর্থ: নিশ্চয়ই সৎকর্মশীলরা পান! করবে কাফুর মিশ্রিত পানপাত্র।,
অর্থ: এটা একটা ঝরণা!, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা. একে প্রবাহিত করবে।
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَ یَخَافُوْنَ -.یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا.(7,)
অর্থ: তারা মান্নত পূর্ণ করে. এবং সেদিনকে ভয় করে, যেদিনের! অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
وَ یُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِیْنًا وَّ یَتِیْمًا وَّ اَسِیْرًا(8,)
অর্থ: তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত!, এতীম ও বন্দীকে আহার্য দান করে।.
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ -.لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّ لَا شُكُوْرًا.-(9,)
অর্থ: তারা বলেঃ কেবল আল্লাহর! সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য. দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান. ও কৃতজ্ঞতা কামনা করি না।.
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا-. یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا.(10,)
অর্থ: আমরা আমাদের পালনকর্তার তরফ! থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।.
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ-. الْیَوْمِ وَ لَقّٰىهُمْ نَضْرَةً وَّ سُرُوْرًاۚ.(11,)
অর্থ: অতঃপর আল্লাহ তাদেরকে! সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন! এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।.
وَ جَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّ حَرِیْرًاۙ(12,)
অর্থ: এবং তাদের সবরের প্রতিদানে! তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক।
مُّتَّكِـٕیْنَ فِیْهَا عَلَى الْاَرَآىٕكِۚ-لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّ لَا زَمْهَرِیْرًاۚ(13,)
অর্থ: তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
وَ دَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَ ذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا(14,)
উচ্চারণঃ ওয়া দা- নিয়াতান ‘আলাইহিম জিলা- লুহা- ওয়া যুলিল্লাত কুতূফুহা- তাযলীলা- ।অর্থ: তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে! থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধিন রাখা হবে।
وَ یُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّ اَكْوَابٍ كَانَتْ قَؔوَارِیْرَاۡۙ(15,)
অর্থ: তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
قَؔوَارِیْرَاۡ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا(16,)
وَ یُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًاۚ(17,)
অর্থ: তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।
عَیْنًا فِیْهَا تُسَمّٰى سَلْسَبِیْلًا(18,)
অর্থ: এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।
অর্থ: তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
وَ اِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ -. نَعِیْمًا وَّ مُلْكًا كَبِیْرًا.(20,)
অর্থ: আপনি যখন সেখানে দেখবেন!, তখন নেয়ামতরাজী ও বিশাল রাজ্য দেখতে পাবেন।
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّ اِسْتَبْرَقٌ٘-. وَّ حُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍۚ-. وَ سَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا.(21,)
অর্থ: তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّ كَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا۠(22,)
অর্থ: এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًاۚ(23,)
অর্থ: আমি আপনার প্রতি পর্যায়ক্রমে! কোরআন নাযিল করেছি।.
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَ لَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًاۚ(24,)
অর্থ: অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না
وَ اذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّ اَصِیْلًاۖۚ(25,)
অর্থ: এবং সকাল-সন্ধ্যায় আপন. পালনকর্তার নাম স্মরণ করুন।.
وَ مِنَ الَّیْلِ فَاسْجُدْ-. لَهٗ وَ سَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا.(26,)
অর্থ: রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সীজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর; পবিত্রতা বর্ণনা করুন।"
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ -. وَ یَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا.(27,)
অর্থ: নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
نَحْنُ خَلَقْنٰهُمْ وَ شَدَدْنَاۤ اَسْرَهُمْۚ-. وَ اِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا-.(28,)
অর্থ: আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌۚ-فَمَنْ -.شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِیْلًا.(29,)
অর্থ: এটা উপদেশ!. অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক.।
وَ مَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُؕ-اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًاۗۖ(30,)
অর্থ: আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖؕ-وَ الظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا۠(31,)
অর্থ: তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।