Quraan Shareef
112. সূরা এখলাছ! - Surah Al-Ikhlas! মক্কায় অবতীর্ণ - Ayah 4
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ(1,)
উচ্চারণঃ কুল হুওয়াল্লা-হু আহাদ।ব
অর্থ : বলুন, তিনি আল্লাহ, এক,
اَللّٰهُ الصَّمَدُۚ(2,)
উচ্চারণঃ আল্লা-হুসসামাদ।
অর্থ : আল্লাহ অমুখাপেক্ষী,
لَمْ یَلِدْ ﳔ وَ لَمْ یُوْلَدْۙ(3,)
উচ্চারণঃ লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
অর্থ : তিনি কাউকে জন্ম দেননী এবং কেউ তাকে জন্ম দেয়নি
وَ لَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ۠(4,)
উচ্চারণঃ ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ"।
অর্থ : এবং তার সমতুল্য কেউ নেই"।