102. সূরা তাকাসূর - Surah At-Takathur মক্কায় অবতীর্ণ - Ayah 8

Quraan Shareef

102.সূরা তাকাসূর - Surah At-Takathur! মক্কায় অবতীর্ণ - Ayah 8

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اَلْهٰىكُمُ التَّكَاثُرُۙ(1,)

উচ্চারণঃ আলহা-কুমুত্তাকা-ছু র।

অর্থ: প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,


حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ(2,)

উচ্চারণঃ হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।

অর্থ: এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।


كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ(3,)

উচ্চারণঃ কাল্লা-ছাওফা তা‘লামূন।

অর্থ: এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।


ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ(4,)

উচ্চারণঃ ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।

অর্থ: অতঃপর এটা কখনও উচিত নয়!। তোমরা সত্ত্বরই জেনে নেবে।


كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِؕ(5,)

উচ্চারণঃ কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।

অর্থ: কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।


لَتَرَوُنَّ الْجَحِیْمَۙ(6,)

উচ্চারণঃ লাতারাউন্নাল জাহীমা

অর্থ: তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,


ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْۙنِ(7,)

উচ্চারণঃ ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।

অর্থ: অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,


ثُمَّ لَتُسْــٴَـلُنَّ یَوْمَىٕذٍ عَنِ النَّعِیْمِ۠(8,)

উচ্চারণঃ ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।.

অর্থ: এরপর অবশ্যই সেদিন! তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন