Quraan Shareef
99. সূরা যিলযাল - Surah Al-Zalzalah! মদীনায় অবতীর্ণ - Ayah 8
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ(1,)
উচ্চারণঃইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা।অর্থ: যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
وَ اَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ(2)
অর্থ: যখন সে তার' বোঝা বের করে দেবে"।
وَ قَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ(3,)
উচ্চারণঃ ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা।
অর্থ: এবং মানুষ বলবে, এর কি হল ?
یَوْمَىٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ(4,)
উচ্চারণঃইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা।
অর্থ: সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَاؕ(5,)
উচ্চারণঃ বিআন্না রাব্বাকা আওহা-লাহা।
অর্থ: কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
یَوْمَىٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ﳔ لِّیُرَوْا اَعْمَالَهُمْؕ(6,)
উচ্চারণঃ ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
অর্থ: সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗؕ(7,)
উচ্চারণঃ ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
অর্থ: অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
وَ مَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ۠(8,)
উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা!যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
অর্থ: এবং কেউ অণু পরিমাণ! অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।