107.সূরা মাউন - Surah Al-Ma'un মক্কায় অবতীর্ণ - Ayah 7

Quraan Shareef

107.সূরা মাউন - Surah Al-Ma'un মক্কায় অবতীর্ণ - Ayah 7

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِؕ(1,)

উচ্চারণঃ আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।

অর্থ: আপনি কি দেখেছেন তাকে!যে বিচারদিবসকে মিথ্যা বলে!


فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَۙ(2,)

উচ্চারণঃ ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।

অর্থ: সে সেই ব্যক্তি! যে এতীমকে গলা ধাক্কা দেয়!।


وَ لَا یَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِیْنِؕ(3,)

উচ্চারণঃ ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।

অর্থ: এবং মিসকীনকে! অন্ন দিতে উৎসাহিত করে না।

فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَۙ(,4)

উচ্চারণঃ ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।

অর্থ: অতএব দুর্ভোগ সেসব নামাযীর!


الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ(5,)

উচ্চারণঃ আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।

অর্থ: যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;


الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَۙ(6,)

উচ্চারণঃ আল্লাযীনা হুম ইউরাঊনা।

অর্থ: যারা তা লোক-দেখানোর জন্য করে


وَ یَمْنَعُوْنَ الْمَاعُوْنَ۠(7,)

উচ্চারণঃ ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।

অর্থ: এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না!।

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন