108. সূরা কাওসার - Surah Al-Kauthar মক্কায় অবতীর্ণ - Ayah 3

Quraan Shareef

108. সূরা কাওসার - Surah Al-Kauthar! মক্কায় অবতীর্ণ - Ayah! 3

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَؕ(1,)

উচ্চারণঃ ইন্নাআ‘তাইনা-কাল কাওছার।

অর্থ: নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।


فَصَلِّ لِرَبِّكَ وَ انْحَرْؕ(2)

উচ্চারণঃ ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার।

অর্থ: অতএব আপনার ু পালনকর্তার' উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন!।


اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ۠(3,)

উচ্চারণঃ ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।

অর্থ: যে আপনার শত্রু,; সেই তো লেজকাটা, নির্বংশ"।

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন