90.সূরা আল বালাদ - Surah Al-Balad মক্কায় অবতীর্ণ - Ayah 20

Quraan Shareef

90.সূরা আল বালাদ - Surah Al-Balad! মক্কায় অবতীর্ণ - Ayah! 20

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ(1,)

উচ্চারণঃ লাউকছিমুবিহা-যাল বালাদ।

অর্থ: আমি এই নগরীর' শপথ করি।

وَ اَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِۙ(2,)

উচ্চারণঃ ওয়া আনতা হিল্লুম বিহা-যাল বালাদ।অর্থ: এবং এই নগরীতে আপনার উপড় কোন প্রতিবন্ধকতা নেই।"

وَ وَالِدٍ وَّ مَا وَلَدَۙ(3,)

উচ্চারণঃ ওয়া ওয়া-লিদিওঁ ওয়ামা-ওয়ালাদ।

অর্থ: শপথ জনকের এবং যা জন্ম দেয়।


لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍؕ(4,)

উচ্চারণঃ লাকাদ খালাকনাল ইনছা-না ফী কাবাদ।

অর্থ: নিশ্চয় আমি মানুষকে ু শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌۘ(5,)

উচ্চারণঃ ওয়া ইয়াহছাবুআল্লাইঁ ইয়াকদিরা ‘আলাইহি আহাদ।

অর্থ: সে কি মনে করে যে,! তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًاؕ(6,)

উচ্চারণঃ ইয়াকূ লুআহলাকতুমা-লাল লুবাদা-।

অর্থ: সে বলেঃ আমি প্রচুর! ধন-সম্পদ ব্যয় করেছি।

اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌؕ(7,)

উচ্চারণঃ আইয়াহছাবুআল্লাম ইয়ারাহূআহাদ।

অর্থ: সে কি মনে করে যে!, তাকে কেউ দেখেনি?

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِۙ(8,)

উচ্চারণঃ আলাম নাজ‘আল্লাহূ‘আইনাইন।

অর্থ: আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,!

وَ لِسَانًا وَّ شَفَتَیْنِۙ(9,)

উচ্চারণঃ ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।

অর্থ: জিহবা ও ওষ্ঠদ্বয় ?!


وَ هَدَیْنٰهُ النَّجْدَیْنِۚ(10,)

উচ্চারণঃ ওয়া হাদাইনা-হুন্নাজদাঈন।

অর্থ: বস্তুতঃ আমি তাকে! দু’টি' পথ প্রদর্শন করেছি।"

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ٘ۖ(11,)

উচ্চারণঃ ফালাকতাহামাল ‘আকাবাহ।

অর্থ: অতঃপর সে ধর্মের' ঘাঁটিতে প্রবেশ করেনি।

وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُؕ(12,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মাল ‘আকাবাহ।

অর্থ: আপনি জানেন,! সে ঘাঁটি কি?

فَكُّ رَقَبَةٍۙ(13,)

উচ্চারণঃ ফাক্কুরাকাবাহ।

অর্থ: তা হচ্ছে দাসমুক্তি!

اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍۙ(14,)

উচ্চারণঃ আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাছগাবাহ।

অর্থ: অথবা দুর্ভিক্ষের 'দিনে অন্নদান। "

یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍۙ(15,)

উচ্চারণঃ ইয়াতীমান যা-মাকরাবাহ।

অর্থ: এতীম আত্বীয়কে!

اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍؕ(16,)

উচ্চারণঃ আও মিছকীনান যা-মাতরাবাহ।

অর্থ: অথবা ধুলি-ধুসরিত 'মিসকীনকে"

ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَ تَوَاصَوْا بِالصَّبْرِ وَ تَوَاصَوْا بِالْمَرْحَمَةِؕ(17,)

উচ্চারণঃ ছু ম্মা কা-না মিনাল্লাযীনা আ-মানূওয়াতাওয়া-সাও বিসসাবরি ওয়াতাওয়া-সাও বিল মারহামাহ।

অর্থ: অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া!, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের এবং উপদেশ দেয় দয়ার।

اُولٰٓىٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِؕ(18,)

উচ্চারণঃ উলাইকা আসহা-বুল মাইমানাহ।

অর্থ: তারাই সৌভাগ্যশালী।"

وَ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْــٴَـمَةِؕ(19,)

উচ্চারণঃ ওয়াল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।

অর্থ: আর যারা আমার! আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।"

عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ۠(20,)

উচ্চারণঃ ‘আলাইহিম না-রুম মু’সাদাহ।

অর্থ: তারা অগ্নিপরিবেষ্টিত "অবস্থায় বন্দী থাকবে।"

Post a Comment

নবীনতর পূর্বতন