Quraan Shareef
93. সূরা আদ্ব-দ্বোহা - Surah Adh-Dhuha মক্কায় অবতীর্ণ - Ayah 11
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
وَ الضُّحٰىۙ(1,)
উচ্চারণঃ ওয়াদদু হা।
অর্থ: শপথ পূর্বাহ্নের,وَ الَّیْلِ اِذَا سَجٰىۙ(2,)
উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ছাজা।
অর্থ: শপথ রাত্রীর যখন তা গভীর হয়,مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ(3,)
উচ্চারণঃয় মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা।
অর্থ:আপনার পালনকর্তা আপনাকে! ত্যাগ করেনি এবং আপনার! প্রতি বিরূপও হননি।وَ لَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ(4,)
উচ্চারণঃ ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা।
অর্থ: আপনার জন্যে পড়কাল ইহকাল অপেক্ষা শ্রেয়।وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ(5,)
উচ্চারণঃ ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
অর্থ: আপনার পালনকর্তা! সত্বরই আপনাকে দান করবেন;, অতঃপড় আপনি সন্তুষ্ট হবেন।اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰى۪(6,)
উচ্চারণঃ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।
অর্থ: তিনি কি আপনাকে এতীমরূপে পাননি?!অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
وَ وَجَدَكَ ضَآلًّا فَهَدٰى۪(7,)
উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
অর্থ: তিনি আপনাকে পেয়েছেন পথহারা,;অতঃপর পথপ্রদর্শন করেছেন"
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْؕ(9,)
উচ্চারণঃ ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
অর্থ: সুতরাং আপনি এতীমেড় প্রতি কঠোর হবেন না;
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(10,)
উচ্চারণঃ ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
অর্থ: সওয়ালকারীকে' ধমক দেবেন না।উচ্চারণঃ ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
অর্থ: এবং আপনার পালনকর্তার!' নেয়ামতের কথা প্রকাশ' করুন।