Quraan Shareef
60. সূরা আল মুমতাহিনা - Surah Al-Mumtahana মদীনায় অবতীর্ণ - Ayah 13
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا . عَدُوِّیْ وَ عَدُوَّكُمْ اَوْلِیَآءَ تُلْقُوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ وَ قَدْ كَفَرُوْا بِمَا . جَآءَكُمْ مِّنَ الْحَقِّۚ-. یُخْرِجُوْنَ الرَّسُوْلَ . وَ اِیَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْؕ-اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِیْ سَبِیْلِیْ وَ . ابْتِغَآءَ مَرْضَاتِیْ ﳓ تُسِرُّوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ ﳓ وَ اَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَیْتُمْ وَ مَاۤ اَعْلَنْتُمْؕ-وَ مَنْ یَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ,(.1,)
উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযিনা আ-মানূলা-তাত্তাখিযূ‘আদুওবী! ওয়া ‘আদুওওয়াকুম আওলিয়াআ তুলকূনা ইলাইহিম! বিলমাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারূবিমা-জাআকুম! মিনাল হাক্কি ইউখরিজুনার রাছূলা ওয়া ইয়্যা-কুম আন! তু’মিনূবিল্লা-হি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহা-দান ফী! ছাবীলি ওয়াব তিগাআ মারদা-তী তুছিররূনা! ইলাইহিম বিলমাওয়াদ্দাতি ওয়া আনা আ‘লামুবিমাআখফাইতুম! ওয়ামাআ‘লানতুম ওয়া মাইঁ ইয়াফ‘আলহু মিনকুম! ফাকাদ দাল্লা ছাওয়াআছ ছাবিল।
অর্থ: মুমিনগণ,! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহন করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও,! অথচ তারা যে সত্য তোমাদের! কাছে আগমন করেছে,! তা অস্বীকার করছে। তারা রসূলকে এবং তোমাদেরকে বহিস্কার! করে এই অপরাধে যে,! তোমরা তোমাদের পালনকর্তার! প্রতি বিশ্বাস রাখ। যদি তোমরা আমার! সন্তুষ্টিলাভের জন্যে এবং আমার পথে( জেহাদ) করার জন্যে বের হয়ে থাক,, তবে কেন তাদের প্রতি গোপনে! বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ!? তোমরা যা গোপন কর এবং যা! প্রকাশ কর,, ত আমি খুব জানি। তোমাদের! মধ্যে যে এটা করে,,শে সরলপথ থেকে বিচ্যুত হয়ে যায়।
اِنْ یَّثْقَفُوْكُمْ یَكُوْنُوْا لَكُمْ اَعْدَآءً وَّ یَبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ وَ اَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَ وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَؕ,(2,)
উচ্চারণঃ ইয়ঁইয়াছকাফূকুমইয়াকূনূলাকুমআ‘দাআওঁ! ওয়া ইয়াবছুতূ ইলাইকুম! আইদিয়াহুম ওয়া আলছিনাতাহুম বিছছূই ওয়া! ওয়াদ্দূলাও তাকফুরূন।
অর্থ: তোমাদেরকে করতলগত করতে পারলে! তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ! উদ্দেশ্যে তোমাদের প্রতি! বাহু ও রসনা প্রসারিত করবে! এবং চাইবে- যে, কোনরূপে তোমরা ও কাফের হয়ে যাও!
لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَ. لَاۤ اَوْلَادُكُمْۚۛ-یَوْمَ الْقِیٰمَةِۚۛ-یَفْصِلُ بَیْنَكُمْؕ-وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ(.3,)
উচ্চারণঃ লান তানফা‘আকুম! আরহা-মুকুম ওয়ালাআওলা-দুকুম! ইয়াওমাল কিয়া-মাতি ইয়াফসিলুবাইনাকুম! ওয়াল্লা-হু বিমা-তা‘মালূনা বাসীর।"
অর্থ:তোমাদের স্বজন-পরিজন! ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন উপকারে! আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা! করবেন। তোমরা যা কর!, আল্লাহ তা দেখেন।
قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ. اِبْرٰهِیْمَ وَ الَّذِیْنَ مَعَهٗۚ-اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ, اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَ مِمَّا تَعْبُدُوْنَ-. مِنْ دُوْنِ اللّٰهِ٘-كَفَرْنَا بِكُمْ وَ بَدَا بَیْنَنَا وَ بَیْنَكُمُ. الْعَدَاوَةُ وَ الْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ. اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَ مَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍؕ-رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَ اِلَیْكَ اَنَبْنَا وَ اِلَیْكَ الْمَصِیْرُ(4,)
উচ্চারণঃ কাদ কা-নাত লাকুম! উছওয়াতুন হাছানাতুন ফীইবরা-হীমা ওয়াল্লাযীনা! মা‘আহূ ইয কা-লূলিকাওমিহিম! ইন্না-বুরাআউ মিনকুম ওয়া মিম্মা-তা‘বুদূ না! মিন দূ নিল্লা-হি কাফারনাবিকুম ওয়া বাদা-বাইনানা-ওয়া বাইনাকুমুল! ‘আদা-ওয়াতুওয়ালা বাগদা উ আবাদান! হাত্তা-তু’মিনূবিল্লা-হি ওয়াহদাহূইল্লা-কাওলা ইবরা-হীমা লিআবিহি লাআছতাগফিরান্না লাকা ওয়ামাআমলিকুলাকা! মিনাল্লা-হি মিন শাইয়িন রাব্বানা-‘আলাইকা! তাওয়াক্কালনাওয়া ইলাইকা আনাবনা-ওয়া! ইলাইকাল মাসীর।
অর্থ: তোমাদের জন্যে ইব্রাহীম ও তাঁর! সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ! রয়েছে। তারা তাদের সম্প্রদায়কে বলেছিলঃ তোমাদের! সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত! কর,, তার সাথে আমাদের কোন সম্পর্ক! নেই। আমরা তোমাদের মানি না!। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে! তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা! থাকবে। কিন্তু ইব্রাহিমের উক্তি তাঁর পিতার উদ্দেশে এই আদর্শের! ব্যতিক্রম। তিনি বলেছিলেনঃ আমি অবশ্যই তোমার! জন্য ক্ষমাপ্রার্থনা করব। তোমার উপকারের জন্যে আল্লাহর! কাছে আমার আর কিছু করার' নেই। হে আমাদের পালনকর্তা!! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই! দিকে মুখ করেছী এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন"।
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِیْنَ. كَفَرُوْا وَ اغْفِرْ لَنَا رَبَّنَاۚ-اِنَّكَ . اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ(.5,)
উচ্চারণঃ রাব্বানা-লা-তাজ‘আলনা-ফিতনাতালিলল্লাযীনা কাফারূওয়াগফিরলানা-রাব্বানা- ইন্নাকা আনতাল ‘আঝীঝুল হাকীম।
অর্থ: হে আমাদের পালনকর্তা!, তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার! পাত্র করো না। হে আমাদের পালনকর্তা!, আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী!, প্রজ্ঞাময়।
لَقَدْ كَانَ لَكُمْ فِیْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَ الْیَوْمَ الْاٰخِرَؕ-وَ مَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ۠(6,)
উচ্চারণঃ লাকাদ কা-না লাকুম ফীহিম! উছওয়াতুন হাছানাতুল লিমান! কা-না ইয়ারজুল্লা-হা ওয়াল! ইয়াওমাল আ-খিরা ওয়া মাইঁ ইয়াতাওয়াল্লা! ফাইন্নাল্লা-হা হুওয়াল গানিইয়ুল হামীদ।"
অর্থ: তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা! কর, তোমাদের জন্য তাদের'! মধ্যে উত্তম আদর্শ রয়েছে।! আর যে মুখ ফিরীয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ বেপরওয়া!, প্রশংসার মালিক।
عَسَى اللّٰهُ اَنْ یَّجْعَلَ بَیْنَكُمْ. وَ بَیْنَ الَّذِیْنَ -عَادَیْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةًؕ-وَ اللّٰهُ قَدِیْرٌؕ-وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ(.7,)
উচ্চারণঃ‘আছাল্লা-হু আইঁ ইয়াজ‘আলা! বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা! ‘আ-দাইতুম মিনহুম মাওয়াদ্দাতাও ওয়াল্লা-হু কাদীরুও `ওয়াল্লা-হু গাফূরুর রাহীম।
অর্থ: যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের! মধ্যে ও তোমাদেরর মধ্যে সম্ভবতঃ বন্ধুত্ব সৃষ্টি করে! দেবেন। আল্লাহ সবই করতে পারেন! এবং আল্লাহ ক্ষমাশীল,! করুণাময়।
-لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ. الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی ,- الدِّیْنِ وَ لَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ. تُقْسِطُوْۤا اِلَیْهِمْؕ-اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ,(.8,)
উচ্চারণঃ লা-ইয়ানহা-কুমুল্লা-হু! ‘আনিল্লাযীনা লাম ইউকা-তিলূকুম ফিদ্দীনি! ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়া-রিকুম আন তাবাররূহুম ওয়া! তুকছিতূইলাইহিম ইন্নাল্লা-হা ইউহিব্বুল মুকছিতীন।!
অর্থ: ধর্মের ব্যাপারে যারা তোমাদের! বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে! দেশ থেকে বহিস্কৃত করেনী,তাদের প্রতি সদাচরন ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে! নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারিদেরকে ভালবাসেন।
اِنَّمَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ . الَّذِیْنَ قٰتَلُوْكُمْ فِی الدِّیْنِ وَ اَخْرَجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ . وَ ظٰهَرُوْا عَلٰۤى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْۚ-وَ مَنْ یَّتَوَلَّهُمْব. فَاُولٰٓىٕكَ هُمُ الظّٰلِمُوْنَ,(.9,)
উচ্চারণঃ ইন্নামা-ইয়ানহা-কুমুল্লা-হু ‘আনিল্লাযিনা কা-তালূকুম ফিদদীনি! ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া জা-হারূ‘আলাইখরা!-জিকুম আন তাওয়াল্লাওহুম ওয়া! মাইঁ ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ্জা-লিমূন।"
অর্থ: আল্লাহ কেবল তাদের সাথে! বন্ধুত্ব করতে নিষেধ করেন,! যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে,! তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে! সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে! তারাই জালেম।
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا-. جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّؕ-.اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّۚ-فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِؕ-لَا هُنَّ-. حِلٌّ لَّهُمْ وَ لَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّؕ-وَ اٰتُوْهُمْ مَّاۤ -اَنْفَقُوْاؕ-وَ لَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّؕ-وَ لَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَ سْــٴَـلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَ- لْیَسْــٴَـلُوْا- مَاۤ اَنْفَقُوْاؕ-ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِؕ-یَحْكُمُ بَیْنَكُمْؕ-وَ اللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ,(.10,)
উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানূইযা!-জাআকুমুল মু’মিনা-তুমুহা!-জিরা-তিন ফামতাহিনূহুন্না আল্লা-হু আ‘লামুবিঈমা-নিহিন্না ফাইন ‘আলিমতুমূহুন্না! মু’মিনা-তিন ফালা-তারাজী‘ঊহুন্না ইলাল কুফফা-রি লা-হুন্না হিল্লুল্লাহুম ওয়ালা-হুম ইয়াহিললূনা লাহুন্না ওয়া আ-তূহুম মাআনফাকূ! ওয়ালা-জুনা-হা ‘আলাইকুম আন তানকিহূহুন্না ইযা আ-তাইতুমূহুন্না উজূরাহুন্না! ওয়ালা-তুমছিকূবি‘ইসামিল কাওয়া-ফিরি ওয়াছআলূমা আনফাকতুম ওয়ালয়াছআলূমাআনাকূ! যা-লিকুম হুকমুল্লা-হি ইয়াহকুমু! বাইনাকুম ওয়াল্লা-হু ‘আলীমুন হাকিম।
অর্থ: মুমিনগণ!, যখন তোমাদের কাছে ঈমানদার নারিরা হিজরত করে আগমন করে!, তখন তাদেরকে পরীক্ষা কর। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত! আছেন। যদি তোমরা জান যে,! তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফেরদের! কাছে ফেরত পাঠিও না। এরা কাফেরদের জন্যে হালাল নয়! এবং কাফেররা এদের জন্যে হালাল' নয়। কাফেররা যা ব্যয় করেছে, তা তাদের দিয়ে দাও। তোমরা, এই নারীদেরকে! প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ' হবে না। তোমরা কাফের নারিদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ,! তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান;! তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।"
وَ اِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ -.اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ. -اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْاؕ-وَ اتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ,(.11,)
উচ্চারণঃ ওয়া ইন ফা-তাকুম শাইউম মিন! আঝওয়া-জিকুম ইলাল কুফফা-রি ফা‘আ-কাবতুম ফাআতুল্লাযীনা! যাহাবাতা আঝওয়া-জুহুম মিছলা মাআনফাকূ ওয়াত্তাকুল্লা-হাল্লাযী আনতুম বিহি মু’মিনূন।
অর্থ: তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া! হয়ে' কাফেরদের কাছে থেকে যায়!, অতঃপর তোমরা সুযোগ পাও,! তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে, তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান কর এবং আল্লাহকে ভয় কর,! যার প্রতি তোমরা বিশ্বাস রাখ।
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا -.جَآءَكَ الْمُؤْمِنٰتُ یُبَایِعْنَكَ عَلٰۤى. اَنْ لَّا یُشْرِكْنَ بِاللّٰهِ شَیْــٴًـا وَّ لَا یَسْرِقْنَb , وَ لَا یَزْنِیْنَ وَ لَا یَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَ لَا-. یَاْتِیْنَ بِبُهْتَانٍ یَّفْتَرِیْنَهٗ بَیْنَ اَیْدِیْهِنَّ وَ اَرْجُلِهِنَّ وَ لَا یَعْصِیْنَكَ فِیْ مَعْرُوْفٍ. فَبَایِعْهُنَّ وَ اسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَؕ-اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ,(.12,)
উচ্চারণঃ ইয়াআইয়ুহান্নাবিয়ুইযা-জাআকাল! মু’মিনা-তুইউবা-ই‘নাকা ‘আলাআল্লা!-ইউশরিকনা বিল্লা-হি শাইআওঁ ওয়ালা-ইয়াছরিকনা ওয়ালা-ইয়াঝনীনা! ওয়ালা-ইয়াকতুলনা আওলা-দাহুন্না ওয়ালা-ইয়া’তীনা ব্বিুহতা-নিইঁ ইয়াফতারীনাহূবাইনা! আইদীহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা-ইয়া‘সীনাকা ফী মা‘রূফিন ফাবা-ই‘হুন্না! ওয়াছতাগফির লাহুন্নাল্লা-হা ইন্নাল্লা-হা গাফুরুর রাহীম"।
অর্থ: হে নবী, ঈমানদার নারিরা যখন আপনার কাছে এসে! আনুগত্যের শপথ করে যে,! তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না!, তাদের সন্তানদেরকে হত্যা করবে না!, জারজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবী করবে না এবং ভাল কাজে আপনার অবাধ্যতা করবে না!, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের! জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল! অত্যন্ত দয়ালু।
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا- قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ قَدْ یَىٕسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا یَىٕسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ۠,(.13,)
উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযীনা! আ-মানূলা-তাতওয়াল্লাও কাওমান গাদিবাল্লা-হু‘আলাইহিমকাদ! ইয়াইছূমিনাল আ-খিরাতি কামা-ইয়াইছাল কুফফা-রু মিন! আসহা-বিল কুবূর।
অর্থ: মুমিনগণ, আল্লাহ যে! জাতির প্রতি রুষ্ট, তোমরা! তাদের সাথে' বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ! হয়ে গেছে যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে' গেছে।